Posts

ইলম তলবের গুরুত্ব,ফযীলত

  ইলম তলবের গুরুত্ব, ফযীলত ও আদব মাওলানা আহমাদুল্লাহ বিন রূহুল আমীন ইসলামে ইলমের গুরুত্ব অপরিসীম। মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই -   اِقْرَاْ -   পড় ,  ইলম অর্জন কর। ইসলাম থেকে ইলমকে আলাদা করা অসম্ভব। ইসলামের প্রতিটি অংশের মধ্যেই ইলম বিরাজমান। ইলম ছাড়া যথাযথভাবে ইসলাম পালন সম্ভব নয়। ইলম ছাড়া ব্যক্তিজীবন ,  পারিবারিক জীবন ,  সামাজিক জীবন ,  রাষ্ট্রীয় জীবন -   কোনো ক্ষেত্রেই সত্যিকার অর্থে ইসলাম পালন সম্ভব নয়। তাবেঈ উমর ইবনে আব্দুল আযীয রাহ. বলেন - من   عمل   على   غير   علم   كان   ما   يفسد   أكثر   مما   يصلح .   যে ব্যক্তি ইলম ছাড়া আমল করবে সে    সঠিকভাবে যতটুকু করবে না করবে ,  বরবাদ করবে তার চেয়ে বেশি।  - তারীখে তাবারী ৬/৫৭২ দ্বীনী ইলমের বিভিন্ন স্তর ও ভাগ রয়েছে। একটি ভাগ ফরযে আইন ও ফরযে কেফায়া হিসাবে। ফরযে আইন বলা হয় ,  যা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। বিশেষভাবে এই প্রকারের ইলমের ব্যাপারেই হাদীস শরীফে ইরশাদ হয়েছে - طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ ع...